টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের অভিষেক

নিউইয়র্কঃ প্রবাসের সাংবাদিকরা ইচ্ছা করলে কমিউনিটিকে আরো উচ্চ পর্যায়ে নিয়ে যেতে সহায়ক ভূমিকা রাখতে পারে। সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে বাংলাদেশের মতো যুক্তরাষ্ট্রেও সাংবাদিকদের নানা বিষয়ে ভূমিকা রাখার সুযোগ রয়েছে। বাংলাদেশী টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন ইউএসএ’র প্রথম কমিটির অভিষেক অনুষ্ঠানে কমিউনিটি লিডাররা এসব কথা বলেন।
গত রবিবার ৪ অক্টোবর উডসাইডের গুলশান টেরেসে অভিষেক অনুষ্ঠানে কমিউনিটি লিডার ছাড়াও বিভিন্ন টেলিভিশন ও পত্রিকার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সংগঠনের প্রধান উপদেষ্টা শাহনেওয়াজ গ্রুপের প্রেসিডেন্ট ও সিইও শাহ নেওয়াজ নবগঠিত কমিটির সবাইকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় তিনি বলেন, বর্তমান সময়ে অনেক তরুণ এবং ক্ষুরধার সাংবাদিক যুক্তরাষ্ট্র প্রবাসী হয়েছেন। তাদের অনেকেই বাংলাদেশের মতোই জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইভেন্ট কভার করছেন। বিশেষ করে টেলিভিশন মিডিয়ার সংবাদের প্রতি দর্শকশ্রোতার আগ্রহ বেশি। তাদের প্রতিবেদনগুলো সমাজে প্রভাব ফেলে। টেলিভিশন সাংবাদিকদের কাছে তিনি প্রত্যাশা করেন, তারা যেন কমিউনিটির উন্নয়নমূলক ও সফলতার খবরের দিকে বেশি নজর দেন।
সংগঠনের প্রেসিডেন্ট ফরিদ আলম স্বাগত বক্তব্যে বলেন, টেলিভিশন সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং তথ্যবহুল সংবাদ সংগ্রহের জন্য সকলের মধ্যে যোগাযোগ বাড়ানোর উদ্দেশেই এই সংগঠন গড়ে তোলা হয়েছে। কমিউনিটির ইতিবাচক সংবাদগুলো প্রকাশ করা এবং বাংলাদেশের ভালো খবরগুলো প্রবাসীদের সামনে তুলে ধরতে এই সংগঠন কাজ করবে।
অভিষেক অনুষ্ঠানে বাংলাদেশ সোসাইটির প্রেসিডেন্ট আতাউর রহমান সেলিম, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রেসিডেন্ট ফখরুল ইসলাম দেলোয়ার সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উপস্থাপিকা শারমিন সিরাজের সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠানের শেষে প্রবাসের জনপ্রিয় সংগীত শিল্পীরা গান পরিবেশন করেন।
নতুন অভিষিক্তরা হলেন, প্রেসিডেন্ট ফরিদ আলম, সাধারণ সম্পাদক এস এম সোলায়মান, ভাইস প্রেসিডেন্ট শামসুন্নাহার নিম্মি ও জাহিদা আলম, যুগ্ম—সাধারণ সম্পাদক মল্লিকা খান মুনা, কোষাধ্যক্ষ এমডি এ আহাদ, সাংগঠনিক সম্পাদক রেজওয়ানা এলভিস, নির্বাহী সদস্য— এহসান জুয়েল, আলমগীর হোসাইন, রিজু মোহাম্মেদ ও অনিক রাজ। সংবাদ বিজ্ঞপ্তির।