হুইটম্যান মিউজিয়মে কবিতা পড়লেন হাসানআল আব্দুল্লাহ

বিশেষ প্রতিবেদনঃ অক্টোবর, শুক্রবারলং আইল্যান্ডের হানটিংটনে কবি ওয়াল্ট হুইটম্যানের জন্মস্থানে ফিচার পোয়েট হিসেবে কবিতা পড়লেন কবি শব্দগুচ্ছ সম্পাদক হাসানআল আব্দুল্লাহ। অনুষ্ঠানে অন্য অপর ফিচার পোয়েট ছিলেন চিলির কবি রবার্টো এইডো। শুরুতেই মিউজিয়াম ডিরেক্টর ক্যাটলিন শে উপস্থিত সকলকে স্বাগত জানান। এরপর আসরের প্রথম ফিচার পোয়েট হাসানআল আব্দুল্লাহকে পরিচয় করিয়ে দেন কবি জর্জ ওয়ালেস। অনুষ্ঠানে তিনি প্রায় চল্লিশ মিনিট কবিতা পড়েন। কবিতা পড়ার ফাঁকে ফাঁকে তিনি নিউইয়র্কে তাঁর শিক্ষকতা, মুক্তিযুদ্ধে বাবার শহিদ হওয়া, আন্তর্জাতিক অঙ্গনে কবিতাপাঠের অভিজ্ঞতা, বাংলাদেশের বর্তমান শ্বাসরুদ্ধকর পরিস্থিতি, বিশ্বের নানা দেশে যুদ্ধ নির্বিচারে মানুষ হত্যার কথা তুলে ধরে কবিতার মাধ্যমে শান্তির বার্তা ছড়িয়ে দেবার আহ্বান জানান। তিনি স্বঅনূদিত হুমায়ুন আজাদ নাজনীন সীমনের দুটি কবিতাও পড়ে শোনান। তাছাড়া বাংলায় পড়েনখাবোশিরোনামের কবিতা, যার সাথে কণ্ঠ মেলান উপস্থিত সকলে। ওদিকে রবার্টো স্প্যানিশ ভাষায় তাঁর কবিতা উপস্থাপন করেন। তাঁর কবিতার অনুবাদ পড়ে শোনান কবি রবার্ট সুভিনো। কবিতাগুলো ইংরেজিতে অনুবাদ করেছেন অনুষ্ঠানের কোঅর্ডিনেটর জেনিফার ওরলেনা। গিটারের সাথে সঙ্গীত পরিবেশন করেন জোসি বেলো। দর্শনীর বিনিময়ে আয়োজিত এই অনুষ্ঠান সন্ধ্যা সাতটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত চলে।

Related Posts