শান্তিতে নোবেল গেল ভেনেজুয়েলায় || ক্ষুব্ধ ডোনাল্ড ট্রাম্প

বিবিসি বাংলাঃ গণতন্ত্র মানবাধিকারের জন্য দীর্ঘদিনের সংগ্রামের স্বীকৃতি হিসেবে ভেনেজুয়েলার রাজনীতিক মারিয়া কোরিনা মাচাদো বছরের নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হলেন। তিনি সাম্প্রতিক সময়ে লাতিন আমেরিকার সাহসিকতার অনন্য উদাহরণ হিসেবে আবির্ভূত হন। 

কমিটির চেয়ারম্যান ইয়রগেন ওয়াটনে ফ্রিডনেস বলেছেন, মারিয়া কোরিনা মাচাদো গুরুত্বপূর্ণ ঐক্যের প্রতীক হিসেবে কাজ করেছেন। তিনি বলেন, মাচাদো ২০ বছরেরও বেশি আগে মুক্ত সুষ্ঠু নির্বাচনের পক্ষে দাঁড়িয়েছিলেন, অর্থাৎ বন্দুকের বদলে ব্যালট বেছে নিয়েছিলেন।

এটাই গণতন্ত্রের মূল চেতনা, আমাদের ভিন্নমত থাকলেও জনগণের শাসনের নীতিকে রক্ষা করার যৌথ ইচ্ছা। যখন গণতন্ত্র হুমকির মুখে, তখন এই যৌথ ভিত্তিকে রক্ষা করা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

ইয়রগেন ওয়াটনে ফ্রিডনেস ব্যাখ্যা করছেন ভেনেজুয়েলার পরিস্থিতি কেমন। তিনি বলছেন যে সেখানে গণতন্ত্রের পক্ষে কাজ করা অত্যন্ত বিপজ্জনক।

এবার ডোনাল্ড ট্রাম্প পুরস্কার পেতে পারেন বলে গুঞ্জন উঠেছিলো। আবার ডোনাল্ড ট্রাম্প নিজেই যে নোবেল শান্তি পুরস্কার চেয়েছেন সেটাও কোনো গোপন বিষয় নয়। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সেই অল্প কয়েকজন বিশ্বনেতার একজন, যারা মার্কিন প্রেসিডেন্টকে এই পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছিলেন। কিন্তু ট্রাম্পকে হয়তো আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। কারণ এই বছরের পুরস্কারের মনোনয়ন জানুয়ারিতেই বন্ধ হয়ে গিয়েছিল, ঠিক তখনই যখন তার দ্বিতীয় মেয়াদ ওভাল অফিসে শুরু হচ্ছিল। উল্লেখ্য, গত এক সপ্তাহ ধরেই বছরের শান্তিতে নোবেল পুরস্কার ট্রাম্পই পেতে যাচ্ছেন এমন আলোচনায় ভেসে যায় সোশাল মিডিয়া। শেষ মুহূর্তে গাজা ইসরাইলের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরে ব্যাপক ভূমিকা রাখার বিষয়টি প্রায় নিশ্চিত ছিল। কিন্তু শুক্রবার সকালে সব আশাপ্রত্যাশার অবসান হলো যখন এবারের শান্তি পুরস্কার গণতন্ত্র প্রতিষ্ঠার এক নিরলস সংগ্রামী ভেনেজুয়েলার মারিয়া কোরিনা মাচাদোকে দেয়ার ঘোষণা এলো।

ট্রাম্প শান্তিতে নোবেল না পাওয়ায় ক্ষুব্ধ হোয়াইট হাউস

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় হোয়াইট হাউস নোবেল কমিটির সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে। হোয়াইট হাউসের মুখপাত্র স্টিভেন চিউং বলেছেন, নোবেল কমিটি প্রমাণ করেছে যে তারা শান্তির চেয়ে রাজনীতিকে বেশি গুরুত্ব দেয়। শুক্রবার (১০ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে তথ্য জানায়। হোয়াইট হাউসের মুখপাত্র স্টিভেন চিউং সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ট্রাম্প একজন মানবতাবাদী হৃদয়ের অধিকারী এবং তার মতো দৃঢ়চেতা নেতা বিরল। তিনি আরও উল্লেখ করেন, নোবেল কমিটির এই সিদ্ধান্ত প্রমাণ করে যে তারা প্রকৃত শান্তির চেয়ে রাজনৈতিক স্বার্থকে অগ্রাধিকার দিয়েছে। 

ট্রাম্প বহুবার প্রকাশ্যে দাবি করেছেন যে তিনি নোবেল শান্তি পুরস্কারের যোগ্য। বৃহস্পতিবার তিনি জোর দিয়ে বলেন, তার প্রথম দ্বিতীয় মেয়াদে গাজা যুদ্ধসহ অন্তত আটটি বৈশ্বিক সংঘাতের সমাধান তিনি এনেছেন। তবে আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, এসব সংঘাতের বেশ কয়েকটি স্থায়ী শান্তি নয় বরং অস্থায়ী যুদ্ধবিরতি বা আঞ্চলিক সমঝোতার সঙ্গে সংশ্লিষ্ট।

Related Posts