আংটিবদল করলেন রাশমিকা—বিজয় || ৭ বছরের সম্পর্কের ৭ আলোচিত ঘটনা
বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা বাগদান সেরেছেন—গত কয়েক বছরে বহুবার এমন খবর হয়েছে। দক্ষিণ ভারতের এই প্রেমিক যুগলকে নিয়ে ভক্ত—অনুসারীদের আগ্রহ এমনই যে প্রতিদিনই তারা খবরের শিরোনামে থাকেন। তাই বহুবার তাঁদের বাগদান এমনকি গোপন বিয়ের খবরও হয়েছে। বলাই বাহুল্য, সবই কেবল গুজব ছিল। তবে এবার সত্যি সত্যি বাগদান সেরেছেন তাঁরা। ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, গত শুক্রবার হায়দরাবাদে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে বাগ্দান সেরেছেন তাঁরা। এখন তাঁদের সাত বছরের প্রেম পরিণয়ের অপেক্ষায়। হিন্দুস্তান টাইমস অবলম্বনে জেনে নেওয়া যাক বিজয় ও রাশমিকার প্রেমের আলোচিত সাত ঘটনা—
একা রাশমিকা
‘কিরিক পার্টি’ অভিনেতা রক্ষিত শেঠির সঙ্গে চুটিয়ে প্রেম করছেন রাশমিকা, ঘটনা ২০১৭ সালের। প্রেমের গুঞ্জন ডালপালা মেলার আগেই তাঁরা বাগদান সারেন। সেটাও ২০১৭ সালে। তবে ভক্তরা যখন তাঁদের বিয়ের অপেক্ষায়, তখনই আসে দুঃসংবাদ। বাগ্দান ভেঙে দিয়ে আলাদা হয়ে যান তাঁরা। একই সময়ে রাশমিকা শুরু করেন তেলেগু সিনেমা ‘গীতা গোবিন্দাম’—এ শুটিং। সেই শুটিং সেটেই দেখা হয় বিজয় দেবরাকোন্ডার সঙ্গে।
ছবি হিট, এরপর...
পরে দেওয়া সাক্ষাৎকারে বিজয় জানিয়েছেন, সাদামাটা গল্পের সিনেমা ‘গীতা গোবিন্দম’ নিয়ে তাঁর বেশি প্রত্যাশা ছিল না। এমনকি শুরুতে সেই সিনেমা তিনি করতেও চাননি। কিন্তু মুক্তির পর সুপারহিট সিনেমা, বিজয় ও রামশিকার পর্দার রসায়ন ভক্তদের মুগ্ধ করে। তখন থেকেই তাঁদের সম্পর্কের শুরু।
‘ডিয়ার কমরেড’—এর সাফল্য
‘গীতা গোবিন্দম’ হিট হওয়ার পরই ২০১৯ সালে আসে ‘ডিয়ার কমরেড’ সিনেমাটি। ছবিতে প্রতিবাদী কলেজশিক্ষার্থীর চরিত্রে অভিনয় করেন বিজয়, রাশমিকা করেন জাতীয় দলের ক্রিকেটারের চরিত্র। ব্যতিক্রমী গল্পের এ সিনেমাটিও দর্শক—সমালোচকদের কাছে প্রশংসিত হয়। পর্দার মতো ততদিনে বাস্তবের জুটিও জমে উঠেছে, একে অপরের প্রেমে মজেছেন বিজয় ও রাশমিকা।
অল্প অল্প প্রেমের গল্প
টানা দুই ছবি হিট হলেও পরে আর সিনেমায় জুটি হননি বিজয় ও রাশমিকা। জানা গেছে, প্রেমের গুঞ্জন ধামাচাপা দিতেই এই অলিখিত নিয়ম করেছিলেন তাঁরা। তবে প্রেম কি আর লুকিয়ে রাখা যায! ২০২০ থেকে ২০২২ সালের মধ্যে তাঁদের প্রায়ই একসঙ্গে দেখা গেছে। কখনো ডিনারে, কখনো বিমানবন্দরে; কখনো আবার বিদেশে ছুটি কাটিয়েছেন। ছুটি কাটাতে গিয়ে রাশমিকা আর বিজয় একই জায়গা থেকে আলাদা আলাদা ছবি পোস্ট করেছেন। তাঁদের ইনস্টাগ্রাম পোস্টে অনেক সময় পেছনে একই ব্যাকগ্রাউন্ড দেখা গেছে।
জোর গুঞ্জন
বেশি দিন প্রেম নিয়ে লুকোচুরি করতে পারেননি বিজয় ও রাশমিকা। ২০২৩ সাল থেকে তাঁদের যে সম্পর্ক আছে সেটা দুজনেই পরোক্ষাভাবে ইঙ্গিত দেন। যদিও কেউ কারও নাম উল্লেখ করেননি। ২০২৩ সালের জানুয়ারিতে রাশমিকা একটি লাইভ অনুষ্ঠানে জানান, তিনি নতুন বছরকে স্বাগত জানাতে তাঁর এক বন্ধুর বাসায় আছেন। এর পরপরই ব্যাকগ্রাউন্ডে বিজয় দেবরাকোন্ডার কণ্ঠ শোনা যায়। তারপরই তাড়াহুড়া করে সংযোগটি বিচ্ছিন্ন করে দেন রাশমিকা।
সবচেয়ে কাছের বন্ধু
২০২৪ সালে এক সাক্ষাৎকারে বিজয়ের সঙ্গে বন্ধুত্বের প্রসঙ্গে রাশমিকা বলেন, ‘বিজু (বিজয়) আর আমি প্রায় একসঙ্গে বড় হয়েছি। তাই আমি জীবনে যা—ই কিছু করি না কেন, তাতে তাঁর ভূমিকা থাকে। তাঁর থেকে সব ব্যাপারে পরামর্শ নিই। সব ক্ষেত্রে তাঁর মতামত আমার কাছে খুবই জরুরি। সে সহজে “হ্যাঁ” বলার পাত্র নয়। বিজু সব সময় যুক্তি দিয়ে কথা বলে। কোনটা ঠিক, কোনটা ঠিক নয়, সে স্পষ্টভাবে জানিয়ে দেয়। আমার জীবনে যে কারও চেয়ে সে অনেক বেশি সমর্থন করেছে। সে এমন এক ব্যক্তি, যাকে আমি সবচেয়ে বেশি সম্মান করি।’ তাঁরা যে চুটিয়ে প্রেম করছেন, এই সাক্ষাৎকারের পরেই সে আর কারও অজানা থাকে না।
এই বয়সে কেউ সিঙ্গেল থাকে?
গত বছর মুম্বাইয়ে এক সিনেমার প্রচারে অংশ নিয়েছিলেন বিজয়। সেখানেই সিঙ্গেল কি না—এক সাংবাদিকের প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিজয় বলেন, ‘আমার বয়স ৩৫। এই বয়সে কি কেউ সিঙ্গেল থাকে?’ এরপরেই হঠাৎ বিজয় বলে ওঠেন, ‘আমি ডেটিংয়ে বিশ্বাসী নই। আমার কাছে কোনো সম্পর্কে এগোনো মানে বন্ধুত্ব করা। এই বন্ধুত্ব পুরোনো হলেই, আমি ভবিষ্যৎটা ভাবতে পারি।’ এত কিছু বললেও বিজয় কিন্তু গোপন রেখেছেন তাঁর প্রেমিকার নাম। তবে বিজয়ের কথার মধ্যে ভক্তরা ঠিকই খুঁজে পেয়েছেন রাশমিকাকে। কেননা এই মুহূর্তে রাশমিকাই হলেন বিজয়ের সবচেয়ে কাছের বন্ধু।
আংটিবদল করলেন রাশমিকা—বিজয়
দক্ষিণ ভারতের অভিনেতা বিজয় দেবারাকোন্ডার সঙ্গে অভিনেত্রী রাশমিকা মন্দানার আংটিবদল হয়ে গেল। বাগদানের মধ্যদিয়ে তাদের প্রেমের গুঞ্জনটি সত্য বলে প্রতিষ্ঠিত হলো। সম্প্রতি ঘরোয়া আয়োজনে তাদের বাগদান সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। এই অনুষ্ঠানে দুই পরিবারের সদস্য ও বন্ধুরা উপস্থিত ছিলেন। জানা গেছে, আগামী বছরের ফেব্রুয়ারি মাসে তাদের বিয়ে।
ওযদিও বাগদান কিংবা বিয়ের দিন তারিখের কথা আনুষ্ঠানিকভাবে এখনো জানাননি রাশমিকা ও বিজয়। তাদের ঘনিষ্ঠসূত্র বাগদানের বিষয়টি নিশ্চিত করেছে। ব্যক্তিগত জীবন নিয়ে দুজনই লুকোছাপা করে আসছেন সম্পর্কের শুরু থেকেই।
সম্প্রতি বিজয় নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেরওয়ানি পরা একটি ছবি শেয়ার করেছেন। রাশমিকা শেয়ার করেছেন শাড়ি পরা ছবি। ছবিগুলো দেখেই তাদের অনুরাগীদের মধ্যে বাগদান ও বিয়ে নিয়ে আলোচনা শুরু হয়েছে। গত বৃহস্পতিবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এক পোস্টের মাধ্যমে অনুরাগীদের দশমীর শুভেচ্ছা জানান রাশমিকা। ওই পোস্টে তাকে চিরাচরিত ভারতীয় পোশাকে দেখা যায়। এ সময় তার কপালে তিলকও দেখা যায়।
রাশমিকার মুক্তি প্রতীক্ষিত ছবি 'থামা' নিয়ে অনুরাগীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। এই ছবির ট্রেলার ও গান প্রকাশিত হয়েছে। সেসবের ইতিবাচক প্রতিক্রিয়া পেয়ে অনুরাগীদের ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী। জানিয়েছেন, শিগগিরই 'থামা'র প্রচার শুরু করবেন তারা।
দক্ষিণ ভারতে ক্যারিয়ার শুরু করলেও রাশমিকা এখন সর্বভারতীয়। অনলাইনে ভারতের ন্যাশনাল ক্র্যাশ খেতাব পাওয়া এ অভিনেত্রী 'এক্সপ্রেশন ক্যুইন' নামেও পরিচিতি পেয়েছেন। দক্ষিণের 'ডিয়ার কমরেড', 'পুষ্পা', 'পুষ্পা টু'—এর মতো ছবিতে দেখা গেছে তাকে। বলিউডের 'অ্যানিম্যাল' ছবিতে তার অভিনয় নজর কাড়ে দর্শকের। 'ডিয়ার কমরেড' ছবিতে বিজয়ের সঙ্গে অভিনয় করেন রাশমিকা। সেখান থেকেই তাদের সম্পর্কের সূচনা বলে মনে করছেন অনেকে।