কুইনিপিয়াকের জরিপ: মামদানির সাথে কোমোর গ্যাপ কমছে

বাঙালী প্রতিবেদনঃ মেয়র এরিক এডামস ২০২৫ এর ৪ নভেম্বরের নির্বাচনী মাঠ থেকে প্রার্থিতা প্রত্যাহার করে নেয়ার পর কুইনিপিয়াক ইউনিভার্সিটি একটি জরিপ করে। জরিপে প্রধানত দুই মেয়র প্রার্থীর অবস্থান উঠে আসে। তাতে এরিক এডামস, এ্যান্ড্রু কোমো এবং জোহরান মামদানির মধ্যে ত্রিমুখী লড়াই হলে যে ডাবল ডিজিট দূরত্বে পিছিয়ে ছিলেন কোমো মামদানির চেয়ে, নতুন জরিপে তা অনেকটা কমে এসেছে। গত সপ্তাহে শুক্রবার, ৩ অক্টোবর থেকে মঙ্গলবার ৭ অক্টোবর পর্যন্ত ১,০১৫ জন নিউইয়র্ক সিটির সম্ভাব্য ভোটারের মতামতের ওপর ভিত্তি করে উক্ত জরিপ চালায় কুইনিপিয়াক ইউনিভার্সিটি। তাতে দেখা যাচ্ছে জোহরান মামদানিকে সমর্থন করেছেন ৪৬% আর এ্যান্ড্রু কোমোকে ৩৭ শতাংশ। তবে বিরোধিতার চিত্রটি ভিন্ন। এই ক্ষেত্রে এ্যান্ড্রু কোমোর প্রতি সমর্থনহীনতা হচ্ছে ৫২%, পক্ষান্তরে জোহরান মামদানির প্রতি সমর্থনহীনতা মাত্র ৩৫%।
ডেইলি নিউজ প্রদত্ত খবরে বলা হয়েছে, সেপ্টেম্বর মাসে কুইনিপিয়াক ইউনিভার্সিটির জরিপে কোমোর প্রতি সমর্থন ছিল মাত্র ২৩% ভোটারের। বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ৩৩%এ। তবু গভর্নর কোমো যে বেশি সমর্থন পেয়েছেন সর্বশেষ জরিপে, তার মূলে রয়েছে এরিক এডামসের প্রার্থিতা প্রত্যাহার। এ্যান্ড্রু কোমো ১০% এগিয়ে গিয়ে দূরত্ব কমিয়ে আনায় তার ভোটারদের মধ্যে আশার সঞ্চার হয়েছে। এবং হাতে যে এখনো ২৩ দিন সময় আছে তাতে তিনি সেই গ্যাপ পূরণ করতে পারবেন বলে অনেকে মতামত দিচ্ছে। তাদের ধারণা শেষ পর্যন্ত কোমো মামদানিকে টপকে যাবেন।