বাঙালী প্রতিবেদনঃ আমেরিকা সাংবিধানিকভাবে বাক স্বাধীনতার দেশ। প্রায় আড়াইশ বছর আগে সংবিধান প্রণয়নের পরপরই প্রথম সংশোধনীতে এই বিষয়টি অন্তভুর্ক্ত হলে আমেরিকার গৌরব অনেক বেড়ে যায়। অথচ অনেকের কাছে অবিশ্বাস্য মনে হলেও সত্য ২০২৪—২০২৫ শিক্ষাবর্ষে আমেরিকায় ৬,৭৮০টি বই নিষিদ্ধ করা হয়েছে, ২০২৩—২০২৪ শিক্ষাবর্ষে নিষিদ্ধ করা হয়েছে ১০,০৪৬টি বই আর ২০২২—২০২৩ শিক্ষাবর্ষে নিষিদ্ধ করা হয়েছে ৩,৩৬২টি বই।...