টাইমস স্কয়ারে অন্যরকম দুর্গোৎসব

নিউইয়র্কঃ ম্যানহ্যাটানের টাইমস স্কয়ারে প্রথমবারের মতো তিথি অনুযায়ী দুর্গা উৎসবের আয়োজন করা হয় এ বছরও। সন্ধ্যা রঙিন করে তোলে নৃত্যাঞ্জলির নৃত্য পরিবেশনা ও ভারতীয় বিদ্যা ভবনের গারবা, জয় সরকার ও লোপামুদ্রা মিত্রের সঙ্গীতানুষ্ঠান। বিশিষ্ট অতিথি ও বিদেশি প্রতিনিধিদের উপস্থিতিতে এই উৎসব পরিণত হয় আন্তর্জাতিক উদযাপনে।
দ্বিতীয় দিনের মূল আকর্ষণ ছিল রিমলি রায়ের সুরতি ট্রুপের ইংরেজিতে রামায়ণ ব্যালে পরিবেশনা। নৃত্যাঞ্জলির মহিষাসুরমর্দিনী, দেয়াশিনি রায়ের সুরমুর্ছনা মুগ্ধ কেও দর্শকদের। প্রতিমা শিল্পী কলকাতার কুমারটুলির বিখ্যাত শিল্পী প্রদীপ রুদ্র পাল। পূজার প্রধান পুরোহিতের দায়িত্ব পালন করেন কেশব চট্টোপাধ্যায়।
মুখ্য উপদেষ্টা মৃদুল পাঠক আয়োজকদের ধন্যবাদ জানান এই উদ্যোগের জন্য, বিশেষ করে পৃষ্ঠপোষক কালী প্রদীপ চৌধুরী ও চন্দ্রশেখর ঘোষকে। মিলন অয়ন স্বাগতিক ভাষণ দেন।
এছাড়া রঞ্জনি, আড্ডা, রবীন্দ্র একাডেমি, বহ্নিশিখা ও ওম শক্তি মন্দিরের পরিবেশনা ছিল। সংগীত পরিবেশন করেন দেবারতি ভট্টাচার্য, ঋতুপর্ণা ব্যানার্জী, কৃষ্ণা তিথি ও শাহ মাহবুব।
দুর্গা পূজা ইউনেস্কো স্বীকৃতি পাওয়ার পর থেকে আন্তর্জাতিক মঞ্চে পূজাকে নিয়ে আসার ভাবনা ছিল আয়োজকদের। সেই উদ্দেশেই নিউইয়র্ক অঞ্চলে ৬০টির মতো পূজা হওয়া সত্ত্বেও টাইমস স্কয়ারের মতো ঐতিহ্যবাহী জায়গায় উৎসবের পরিকল্পনা নেয়া হয়। এ বিষয়ে সাহায্য করেছে নিউইয়র্ক মেয়র্স অফিস। বাঁধভাঙা ভিড় প্রমাণ করে এই উদ্যোগের সাফল্য।
দুদিনের এই আনন্দ যজ্ঞ শেষ হয় সিঁদুর খেলা, ধুনুচি নাচ ও ‘আসছে বছর আবার হবে’ ধ্বনির মধ্য দিয়ে। বিশ্বের মিলনতীর্থে বাংলা সংস্কৃতি ও পরম্পরার এক উজ্জ্বল চিহ্ন রেখে গেল টাইমস স্কয়ার দুর্গা উৎসব এসোসিয়েশনের এই প্রয়াস।