আমেরিকার ইউনিভার্সিটিতে বাংলাদেশী শিক্ষক—১৪২

বাঙালী প্রতিবেদনঃ আমেরিকার বিভিন্ন ইউনিভার্সিটি কলেজে বাংলাদেশী বংশোদ্ভুত বিপুল সংখ্যক নারী পুরুষ শিক্ষকতার সাথে জড়িত। তাদের অনেকেই লেকচারার কিংবা এ্যাসিস্ট্যান্ট বা এসোসিয়েট প্রফেসর কিংবা ফুল প্রফেসর। কেউ কেউ প্রফেসর ইমেরিটাসও। আরো আছেন গবেষক। তাদের প্রায় সকলেরই রয়েছে গবেষণা গ্রন্থ কিংবা গবেষণা নিবন্ধ। বই প্রকাশিত হয়েছে বিভিন্ন ইউনিভার্সিটির নিজস্ব প্রকাশনা থেকে। তাদের নিবন্ধ প্রকাশিত হয় নিজ নিজ ইউনিভার্সিটিসহ আন্তর্জাতিক জার্নালে। সাপ্তাহিক বাঙালী এই সিরিজে কেবল বিভিন্ন ইউনিভার্সিটি কলেজে যারা শিক্ষকতা গবেষণা করেন তাদের সংক্ষিপ্ত তথ্য তুলে ধরছেঃ

. আকন্দ রহমান

অ্যালাবামার অবার্ন ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অব কম্পু্যটার সাইন্স এন্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংএর এ্যাসিস্ট্যান্ট প্রফেসর . আকন্দ রহমান। এর আগে তিনি টেনিসি টেক ইউনিভার্সিটির কম্পু্যটার সাইন্সের এ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিলেন। . রহমান বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি থেকে কম্পু্যটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিংএ বি.এসসি. করেন ২০০৯ সালে আর একই বিষয়ে এম.এসসি. করেন ইউনিভার্সিটি অব কানেকটিকাট থেকে ২০১৪ সালে। ২০১৯ সালে কম্পু্যটার সাইন্সে পিএইচডি করেন নর্থ ক্যারোলাইনা স্টেট ইউনিভার্সিটি থেকে।

. মনোয়ার হাসান

ওয়াশিংটন স্টেটের ওয়াশিংটন স্কুল অব ইলেকট্রিকেল এন্ড কম্পু্যটার সাইন্সের সাইবারফিজিক্যাল সিস্টেমস সিকিউরিটির এ্যাসিস্ট্যান্ট প্রফেসর . মনোয়ার হাসান। এর আগে তিনি উইচিটা স্টেট ইউনিভার্সিটি ইলিনয় ইউনিভার্সিটির আরবানাশ্যাম্পেইনে কম্পু্যটার সাইন্সে অধ্যাপনা করেন। . হাসান বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি থেকে কম্পু্যটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিংএ বি.এসসি. করেন ২০১২ সালে। ২০১৫ সালে ক্যানাডার ইউনিভার্সিটি অব মেনিটোবা থেকে একই বিষয়ে এম.এসসি. করেন। এরপর ২০২০ সালে ইউনিভার্সিটি অব ইলিনয় আরবানাশ্যাম্পেইন থেকে কম্পু্যটার সাইন্সে পিএইচডি করেন।

. এম. সলিমউদ্দিন

ইউনিভার্সিটি অব ভারমন্টের রুবেনস্টাইন স্কুল অব এনভার্নমেন্ট এন্ড নেচারাল রিসোর্সেসে ডিপার্টমেন্ট অব নেচারাল রিসোর্সেস এন্ড এনভার্নমেন্টাল ম্যানেজমেন্টের এ্যাসিস্ট্যান্ট প্রফেসর। তিনি ২০০৪ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ফরেস্ট্রিতে বি.এস., এবং এর পর একই বিষয়ে মাস্টার্স করেন। পরে ২০১১ সালে ক্যানাডার ইউনিভার্সিটি অব মেনিটোবা থেকে পুনরায় মাস্টার্স করেন নেচারাল রিসোর্সেস ম্যানেজমেন্টে। তিনি ২০২১ সালে ইউনিভার্সিটি অব মেনিটোবা থেকে একই বিষয়ে পিএইচডি করেন।

Related Posts