এ্যাপ স্টোর থেকে সরিয়ে নেয়া হলো আইস এজেন্টদের লোকেট করার এ্যাপ

বাঙালী প্রতিবেদনঃ কোনো নেবারহুডে যদি আইস বা ইমিগ্রেশন এজেন্টরা ঢুকে পড়ে তাহলে নিকটস্থদের আইফোনে জানা যাবে। এমন একটি এ্যাপ তৈরি করেছিল এ্যাপল এ্যাপস্টোর ও গুগল। উদ্দেশ্য হচ্ছে খবর পেয়ে যাতে ইমিগ্রান্টরা সতর্ক হয়। কিন্তু ইউএস এটর্নি জেনারেল প্যাম বনডি’র নির্দেশে আইফোনের এ্যাপ স্টোর থেকে এই এ্যাপটি সরিয়ে ফেলা হয়েছে। এটর্নি জেনারেল বলেন, ইমিগ্রেশন এজেন্টদের গতিবিধি ট্র্যাকিং করা তাদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়াবে। কিন্তু এই এ্যাপের ডেভেলপার ও ব্যবহারকারীরা বলেন, এটা আমেরিকানদের ফাস্টর্ এমেন্ডমেন্ট অধিকার।
এই এ্যাপটির নাম আইসব্লক। গত বৃহস্পতিবার প্যাম বনডির অফিস থেকে এ্যাপল কোম্পানির সাথে যোগাযোগ করে উক্ত এ্যাপটি এ্যাপ স্টোর থেকে সরিয়ে নেয়ার অনুরোধ জানানো হয় বলে লিখেছে এসোসিয়েটেড প্রেস। কারণ এই এ্যাপটি কার্যকর থাকলে আইস তার দায়িত্ব পালনে সফল হতে পারবে না। তা ছাড়া মানুষ যদি আইস এজেন্টদের লোকেট করতে পারে, তাহলে আইসের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।
এটর্নি জেনারেলের নির্দেশনা মেনে এ্যাপল সঙ্গে সঙ্গে এ্যাপটি ব্লক করে যাতে কেউ ডাউনলোড করতে না পারে।
এসোসিয়েটেড প্রেস বলছে প্রেসিডেন্ট ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর থেকে এই এ্যাপটি এ্যাপ স্টোরে দিলে দেশজুড়ে বিপুল সংখ্যক মানুষ তা ডাউনলোড করে। এ্যাপল বলেছে, তারা প্রকৃতপক্ষে চেয়েছিল ইমিগ্রান্টদের সাহায্য করতে।