এগিয়ে আসছে বালাদেশ সোসাইটির রজতজয়ন্তী উৎসব

নিউইয়র্ক (ইউএনএ)ঃ অবশেষে বাংলাদেশ সোসাইটির নতুন ভবন ক্রয়ের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। নিউইয়র্কের বাংলাদেশী অধ্যুষিত কুইন্সের জ্যামাইকায় ১৮৪ স্ট্রিট ও হিলসাইড এভিনিউ এলাকায় অবস্থিত বিশাল একটি ভবন কেনার প্রাথমিক ধাপ হিসাবে শিগগিরই চুক্তি স্বাক্ষরিত হবে। এদিকে সোসাইটি প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি অর্থাৎ ‘গোল্ডেন জুবিলি’ সেলিব্রেশনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। আগামী ২ নভেম্বর রবিবার নিউইয়র্কের টেরেস অন দি পার্কে বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত ‘গোল্ডেন জুবিলি’ উদযাপন করা হবে।
বাংলাদেশ সোসাইটি কার্যালয়ে গত ৫ অক্টোবর রবিবার অনুষ্ঠিত কার্যকরী কমিটি ও ট্রাস্টি বোর্ডের যৌথসভায় নতুন ভবন ক্রয়ে সর্বসম্মত সিদ্ধান্ত হয় এবং ৫০ বছর পূর্তি পালনের প্রস্তুতি বিষয়েও সভায় আলোচনা হয়। সংগঠনের সভাপতি আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর সঞ্চালনায় সভায় কার্যকরী কমিটি কর্মকর্তা এবং ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শাহনেওয়াজসহ ট্রাস্টি সদস্য আব্দুর রহিম হাওলাদার, আহসান হাবীব, ফখরুল ইসলাম দেলোয়ার উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, সোসাইটির সভায় নতুন ভবন ক্রয়ে শিগগির চুক্তি স্বাক্ষরের জন্য উপস্থিত সকলের সম্মতি চাওয়া হলে এই প্রস্তাবে সবাই হাত তুলে সম্মতি জানান। ফলে নতুন ভবন ক্রয়ে চুক্তি স্বাক্ষর এখন সময়ের ব্যাপার। চলতি বা আগামী সপ্তাহে চুক্তি স্বাক্ষর হতে পারে বলে জানা গেছে। এর আগে নতুন কমিটি দায়িত্ব গ্রহণের পর চলতি বছরের ৫ জানুয়ারি অনুষ্ঠিত কার্যকরী কমিটির প্রথম সভায় ‘বাংলাদেশ ভবন বা বাংলাদেশ সেন্টার’ কেনার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। নতুন কমিটি দায়িত্ব গ্রহণের পর ১০ মাসের মাথায় সেই সিদ্ধান্ত বাস্তবায়ন হতে চলেছে। নতুন ভবনের দাম ৪ দশমিক ৯ মিলিয়ন ডলার বলে জানা গেছে।
এদিকে যৌথসভায় বাংলাদেশ সোসাইটির ৫০ বছর পূর্তি অর্থাৎ ‘গোল্ডেন জুবিলি’ সেলিব্রেশনের উদযাপন নিয়েও আলোচনা হয়। এ প্রসঙ্গে জানানো হয় যে, ‘গোল্ডেন জুবিলি’ উদযাপনের সকল প্রস্তুতি এগিয়ে চলছে।