আফগানিস্তানের কাছে হার দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের

স্পোর্টস প্রতিবেদনঃ তিন মাস পর ওয়ানডে খেলতে নেমে ব্যাটিংয়ে ধুঁকল বাংলাদেশ। আফগানিস্তানকে সম্প্রতি টিটোয়েন্টি সিরিজে দাপটে হারালেও ওয়ানডে ফরম্যাটে টাইগাররা যেন অচেনা। আবুধাবিতে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারও খেলতে পারেনি মেহেদী হাসান মিরাজের দল। ৪৮. ওভার টিকে থেকে ২২১ রানে গুটিয়ে যান তারা। রান সফলভাবে তাড়া করে উইকেটের জয় তুলে নেয় আফগানরা।

টস জিতে ব্যাটিং নেয় বাংলাদেশ। তানজিদ হাসান তামিমের সঙ্গে জুটি বাঁধেন টিটোয়েন্টিতে অনবদ্য খেলা সাইফ হাসান, যার ম্যাচে অভিষেক ঘটেছে। দলীয় ১৮ রানে তানজিদ ২৫ রানে নাজমুল হোসেন শান্ত সাজঘরের পথ ধরেন। অভিষিক্ত সাইফ ৩৭ বলে ২৬ রান করে বিদায় নেন। ৫৩ রানে উইকেট পতনের পর তাওহীদ হৃদয় মেহেদী হাসান মিরাজ লড়াকু ব্যাটিংয়ে ১৪২ বলে ১০১ রান যোগ করেন বোর্ডে। মিরাজ ৮৭ বলে ৬০ সাইফ ৮৫ বলে ৫৬ রান করে ফিরেছেন সাজঘরে।

মিরাজ তাওহীদের শতরানের জুটির পরও শেষ দিকে রশিদ খানের ঘূর্ণিতে বেসামাল বাংলাদেশের লোয়ার অর্ডার দ্রুত গুটিয়ে যায়। জাকের আলী (১০) ওয়ানডেতে অভিষিক্ত নুরুল হাসান () হতাশ করেন দলকে। তানজিম হাসান সাকিব ২৩ বলে ১৭ রান করে দলকে ২০০ পার হতে সাহায্য করেন। পরে রহমানুল্লাহ গুরবাজ রহমত শাহর ফিফটিতে জয় পায় আফগানিস্তান। ওমরজাই ৪০ শহিদি ৩৯ রান করেন।

বাংলাদেশ: ৪৮. ওভারে ২২১ (মিরাজ ৬০, হৃদয় ৫৬, সাইফ ২৬; রশিদ /৩৮, ওমরজাই /৪০, গজনফর /৫৫) আফগানিস্তান: ৪৭. ওভারে ২২৬/ (গুরবাজ ৫০, রহমত ৫০, ওমরজাই ৪০, শহীদি ৩৩*, জাদরান ২৩; তানজিম /৩১) ফল: আফগানিস্তান উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: আজমতউল্লাহ ওমরজাই।

শনিবার আবুধাবিতে দ্বিতীয় ম্যাচ।

Related Posts