বিশ্বের প্রথম বিলিয়নেয়ার ফুটবলার রোনালডো
স্পোর্টস প্রতিবেদনঃ ফুটবল ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে বিলিয়নিয়ারদের ক্লাবে নাম লেখালেন ক্রিস্টিয়ানো রোনালদো। ব্লুমবার্গ বিলিয়নেয়ারস ইনডেক্সের সর্বশেষ প্রতিবেদনে রোনালদোর সম্পদের পরিমাণ প্রায় ১ দশমিক ৪ বিলিয়ন ডলার বলে উল্লেখ করা হয়েছে। ৪০ বছর বয়সী পর্তুগিজ তারকা বর্তমানে সৌদি আরবের ক্লাব আল নাসর—এ খেলছেন। চলতি বছরের জুনে ক্লাবটির সঙ্গে তার নতুন চুক্তির মূল্য ধরা হয়েছে ৪০০ মিলিয়ন ডলারেরও বেশি। ব্লুমবার্গ জানিয়েছে, ২০০২ থেকে ২০২৩ সালের মধ্যে রোনালদো বেতন হিসেবে উপার্জন করেছেন ৫৫০ মিলিয়ন ডলারের বেশি। এর বাইরে নাইকের সঙ্গে তার দশ বছরের চুক্তি থেকে প্রতি বছর প্রায় ১৮ মিলিয়ন ডলার, আরমানি, ক্যাস্ট্রলসহ অন্যান্য ব্র্যান্ডের বিজ্ঞাপন থেকে আরো ১৭৫ মিলিয়ন ডলার যোগ হয়েছে তার সম্পদে।
২০২৩ সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে আল নাসরে যোগ দেয়ার পর রোনালদো ফুটবল ইতিহাসের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত খেলোয়াড় হন। তার বার্ষিক বেতন ছিল প্রায় ১৭৭ মিলিয়ন পাউন্ড (প্রায় ২৩৭ মিলিয়ন ডলার)। সঙ্গে আছে বোনাস ও ক্লাবের আয়ের ১৫ শতাংশ শেয়ার।
রোনালদোর সঙ্গে এখন সেই কোটিপতি ক্রীড়াবিদদের তালিকায় রয়েছেন— মাইকেল জর্ডান, ম্যাজিক জনসন, লেব্রন জেমস, টাইগার উডস ও রজার ফেদেরার।