মেসি—রোনালডোর চেয়েও বেশি হ্যাটট্রিক করা ২০ ফুটবলার

স্পোর্টস প্রতিবেদনঃ লিওনেল মেসি ক্রিস্তিয়ানো রোনালদোফুটবল ইতিহাসের সবচেয়ে বড় দুই তারকা। গোল আর রেকর্ড যেন তাদের হাতের মুঠোয়। তবু এক জায়গায় তারা কেউই নেই শীর্ষ তালিকায়ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি হ্যাটট্রিক করা খেলোয়াড়দের মধ্যে!

বর্তমান পরিসংখ্যান অনুযায়ী, রোনালদোর ক্যারিয়ারে হ্যাটট্রিক ৬৬টি, আর মেসির ৫৯টি। অবিশ্বাস্য হলেও সত্যি, এই দুই কিংবদন্তির কেউই সর্বোচ্চ ২০ হ্যাটট্রিকধারীর তালিকায়ও জায়গা পাননি।

বিশ্ব ফুটবলের পরিসংখ্যান সংস্থা আরএসএসএসএফ জানিয়েছে, ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি হ্যাটট্রিকের মালিক হলেন জার্মান ফরোয়ার্ড আর্ভিন হেল্মচেন, তার হ্যাটট্রিক সংখ্যা ১৪২টি! ক্যারিয়ারে তার গোলসংখ্যা প্রায় ৯৮৯টি, যদিও এর অনেকগুলোই এসেছে জার্মানির নিম্ন ডিভিশনে।

দ্বিতীয় স্থানে আছেন অস্ট্রিয়ার কিংবদন্তি জোসেফ বিকান, তিনি করেছেন ১৩৭টি হ্যাটট্রিক এবং অফিসিয়াল ম্যাচে প্রায় ৯৫০ গোল।

তৃতীয় স্থানে আছেন হাঙ্গেরির ফেরেঙ্ক ডিয়াক, যার হ্যাটট্রিক সংখ্যা ৯৭টি।

ব্রাজিলের মহানায়ক পেলে আছেন ষষ্ঠ স্থানে, অফিসিয়াল ম্যাচে করেছেন ৮৮টি হ্যাটট্রিক।

আর রোনালদো (৬৬) মেসি (৫৯) বর্তমানে যথাক্রমে ২১ ২৩ নম্বরে অবস্থান করছেন।

২০. ফ্রান্ৎস বিন্ডার৬৭ হ্যাটট্রিক

অস্ট্রিয়ার সর্বকালের অন্যতম সেরা ফুটবলার হিসেবে বিবেচিত বিন্ডার ১৯৩০ থেকে ১৯৪৯ সালের মধ্যে ্যাপিড ভিয়েনার হয়ে অধিকাংশ হ্যাটট্রিক করেন।

১৯. রোমারিও৭০ হ্যাটট্রিক

রোমারিওর মোট গোলসংখ্যা নিয়ে বিতর্ক থাকলেও, আরএসএসএসএফ বলছে তিনি অফিসিয়াল ম্যাচে ৭০টি হ্যাটট্রিক করেছেন।

এর মধ্যে ৪টি ব্রাজিল জাতীয় দলের হয়ে, বাকিগুলো ক্লাব ফুটবলে।

১৮. ফেরেঙ্ক পুসকাস৭০ হ্যাটট্রিক

হাঙ্গেরির এই কিংবদন্তি ফুটবলার ক্যারিয়ারে ৮০২ গোল করেছেন এবং ৭০টি হ্যাটট্রিকের মালিক। তিনিই প্রথম খেলোয়াড়, যিনি সান্তিয়াগো বার্নাবেউ ক্যাম্প ন্যুদুটি স্টেডিয়ামেই হ্যাটট্রিক করেছেন।

১৭. ফ্রিটজ ওয়ালটার৭১ হ্যাটট্রিক

এফসি কাইজারস্লাউটের্নের হয়ে খেলা এই জার্মান মিডফিল্ডার ১৯৩৭ থেকে ১৯৫৯ সাল পর্যন্ত ৭১টি হ্যাটট্রিক করেছেন।

১৬. গার্ড মুলার৭২ হ্যাটট্রিক

ডের বোম্বারনামে পরিচিত এই কিংবদন্তি স্ট্রাইকার জার্মানির হয়ে ৮টি আন্তর্জাতিক হ্যাটট্রিক করেছেনযার মধ্যে দুটি ১৯৭০ বিশ্বকাপে।

১৫. স্যামি হিউজেস৭৩ হ্যাটট্রিক

উত্তর আয়ারল্যান্ডের গ্লেনটোরান ক্লাবের হয়ে ১৯৫০এর দশকে এই হ্যাটট্রিকগুলো করেন।

১৩. ইমরে শ্লশার৭৪ হ্যাটট্রিক

হাঙ্গেরিয়ান লিগ ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা (৩৬৮ গোল)

তার মোট হ্যাটট্রিক সংখ্যা ৭৪।

১৩. ওটো হার্ডার৭৪ হ্যাটট্রিক

জার্মান ফরোয়ার্ড, ১৯০৯ থেকে ১৯৩৪ পর্যন্ত খেলেছেন; হ্যামবার্গারের হয়ে সবচেয়ে উজ্জ্বল সময় কাটান।

১১. টমি লটন৭৬ হ্যাটট্রিক

এভারটন, চেলসি আর্সেনালের এই ইংলিশ স্ট্রাইকার ক্যারিয়ারে ৭৬ হ্যাটট্রিক করেছেন। আন্তর্জাতিক ফুটবলে ২৩ ম্যাচে ২২ গোলও ছিল তার নামের পাশে।

১১. বয় মার্টিন৭৬ হ্যাটট্রিক

উলভারহ্যাম্পটন, নটিংহাম ফরেস্ট নটস কাউন্টির হয়ে খেলেছেন এই ইংলিশ স্ট্রাইকার। ক্যারিয়ারে তার হ্যাটট্রিক সংখ্যা ৭৬টি। 

১০. ফ্রেডরিক রবার্টস৭৭ হ্যাটট্রিক

মূলত গ্লেনটোরানের হয়ে খেলেছেন, কিন্তু নিউইংটন রেঞ্জার্স ব্রডওয়ে ইউনাইটেডেও দুর্দান্ত সময় কাটান।

. ফের্নান্দো পেইরোতেও৮০ হ্যাটট্রিক

পুরো ক্যারিয়ার খেলেছেন স্পোর্টিং লিসবনের হয়ে (১৯৩৭১৯৪৯)

ক্লাবের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা৫৪৪ গোল ৮০ হ্যাটট্রিক।

. জোসেফ ব্যামব্রিক৮৬ হ্যাটট্রিক

উত্তর আয়ারল্যান্ডের এই ফরোয়ার্ড মূলত লিনফিল্ডের হয়ে খেলেছেন ১৯৩০এর দশকে।

. রনি রুক৮৬ হ্যাটট্রিক

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফুলহ্যামের হয়ে খেলতে খেলতে বিমানবাহিনীর দায়িত্বও পালন করেছেন। ক্যারিয়ারে ৯৩৪ গোল করেন বলে আরএসএসএসএফ জানিয়েছে।

. পেলে৮৮ হ্যাটট্রিক

আরএসএসএসএফএর তথ্যমতে, অফিসিয়াল ম্যাচে পেলের হ্যাটট্রিক সংখ্যা ৮৮টি। মাত্র ১৬ বছর বয়সে প্রথম হ্যাটট্রিক করেছিলেন সান্তোসের হয়ে। ২০২৩ সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস তাকেসবচেয়ে বেশি হ্যাটট্রিক করা ফুটবলারহিসেবে স্বীকৃতি দেয়, যদিও আরএসএসএসএফ তালিকায় তার উপরে আরো জন রয়েছেন।

. জিমি জোন্স৯১ হ্যাটট্রিক

১৯৪৩ থেকে ১৯৬৫ সালের মধ্যে খেলেছেন; ক্যারিয়ারে আনুমানিক ৮৪০ গোল ৯১ হ্যাটট্রিক করেছেন।

. আর্নস্ট উইলিমোভস্কি৯৬ হ্যাটট্রিক

জার্মানি পোল্যান্ডে খেলা এই কিংবদন্তির মোট গোল ১০৭৯ (অফিসিয়াল অনঅফিসিয়াল মিলিয়ে) অফিসিয়াল ম্যাচে হ্যাটট্রিক সংখ্যা ৯৬।

. ফেরেঙ্ক ডিয়াক৯৭ হ্যাটট্রিক

হাঙ্গেরির হয়ে ৭৯৫ অফিসিয়াল গোল করেছেন। ক্যারিয়ারে মোট ৯৭ হ্যাটট্রিকযা এক অবিশ্বাস্য রেকর্ড।

. জোসেফ বিকান১৩৭ হ্যাটট্রিক

অফিসিয়াল ম্যাচে ৯৫০ গোল করা এই অস্ট্রিয়ান কিংবদন্তি এক মৌসুমে পরপর ম্যাচে হ্যাটট্রিক করেছিলেনযা এখনো অটুট রেকর্ড।

. আর্ভিন হেল্মচেন১৪২ হ্যাটট্রিক

সবচেয়ে বেশি হ্যাটট্রিকের রেকর্ড তাঁর দখলে১৪২টি। ক্যারিয়ারে করেছেন ৯৮৯ গোল। আরএসএসএসএফ অনুযায়ী, হেল্মচেনই ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা, যদিও তার অনেক গোল এসেছে জার্মানির নিচের বিভাগে খেলে।

Related Posts