‘মেধা দিয়ে খুব বেশি কিছু হয় না’

মেধা দিয়ে খুব বেশিদূর এগোনো যায় না বা খুব বেশি কিছু হয় না বলে মন্তব্য করেছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সম্প্রতিবিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকেনামে একটি পডকাস্ট শোতে উপস্থিত হয়ে তিনি এমন মন্তব্য করেছেন। তিনি জানান, শুধু মেধা নয়, লক্ষ্যে পৌঁছানোর অদম্য ইচ্ছা থাকতে হবে। নিজের কাছে নিজে পরীক্ষা দিয়ে দিয়ে এগিয়ে যেতে হবে। তাহলেই যে কারও সাফল্য আসবে তিনি নিজেও পর্যায়ে আসার জন্য অনেক পরিশ্রম করেছেন, ধৈর্যের পরীক্ষা দিয়েছেন বলে জানিয়েছেন। জয়া বলেন, ‘অভিনয় জীবনের অনেক বছর আমি ক্যামেরার অ্যাঙ্গেলই চিনতাম না। গুণী নির্মাতাদের দক্ষ নির্দেশনার কারণে এখন হয়তো অভিনয়ের , , , শিখতে পেরেছি।অভিনেত্রী আরও বলেন, ‘আমি পুরোনোতে বাঁচি। যা কিছু পুরোনো, তা শুধু অতীত নয়। অতীত আমার কাছে তার থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ।অতীত সম্পর্কে কথা বলতে গিয়ে জয়া জানান, তার বাসায় প্রায় ২০০ বছরের পুরোনো আলমিরা রয়েছে। যে খাটে তার জন্ম, সে খাটটি এখনো তার বাড়িতে সংরক্ষিত আছে। একই অনুষ্ঠানে তিনি কথা বলেছেন সামাজিক মাধ্যমে বুলিং প্রসঙ্গে। তিনি বলেন, ‘সামাজিক মাধ্যমে কমেন্টবক্স আমার সেভাবে পড়া হয় না। তবে যখন পড়ি, খারাপ লাগে সেসব মানুষের জন্য, যারা পৃথিবীতে একটা অশোভন কমেন্ট রেখে যাচ্ছেন। যারা বাজে কথা ছড়িয়ে আনন্দ পান, তিনিও পৃথিবী থেকে একদিন চলে যাবেন, কথাটা কিন্তু থেকে যাবে। তার পাপ হবে, আমার কিছুই হবে না অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন রুম্মান রশিদ খান। এদিকে নিজের প্রযোজনা সংস্থা থেকেও একাধিক সিনেমার কাজ করছেন বলে জানিয়েছেন জয়া আহসান।

 অন্যদিকে, জয়া আহসান টালিউডেও একের পর এক ছবিতে দাপটের সঙ্গে কাজ করছেন। তবে দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রীকে তোপের মুখে পড়তে হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গে জয়া আহসানকে আমন্ত্রণ করায় রাজনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে। রাজ্য সরকার আয়োজিত দুর্গাপূজার কার্নিভ্যালে অতিথি হিসেবে জয়া আহসান উপস্থিত হওয়ায় বিজেপি বিক্ষোভ দেখায়। রোববার ( অক্টোবর) পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে ঘটনা ঘটে। ইটিভি ভারতের এক প্রতিবেদন থেকে তথ্য জানা যায়। যদিও বিজেপির বিক্ষোভের মুখোমুখি হতে হয়নি জয়াকে। অভিনেত্রী দুর্গাপুর ছাড়ার পর বিক্ষোভমানববন্ধন শুরু করে দলটি। প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই দুর্গাপুর কার্নিভ্যাল চতুর্থ বর্ষে জাঁকজমকপূর্ণভাবেই চলছিল।

দুর্গাপুরের চতুর্থ বর্ষের কার্নিভ্যালের মূল আকর্ষণ হিসেবে উপস্থিত হন এপারওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। মঞ্চে রবীন্দ্রসংগীত গাওয়ার পাশাপাশি, দর্শকদের সামনে নানা কথা তুলে ধরেন জয়া। পর্যন্ত ঠিকই ছিল। কিন্তু জয়া মঞ্চ ছাড়তেই বিতর্ক তুঙ্গে তোলে বিজেপি।

তবে জয়া মঞ্চ ত্যাগ করার পর বিজেপির পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। বিজেপি অভিযোগ করেছে, মঞ্চে বাংলাদেশি অভিনেত্রীকে আমন্ত্রণ করা মা দুর্গাকে অপমানের সমতুল্য।

বিক্ষোভকারীরা দাবি করেছেন, রাজ্যের নিজস্ব শিল্পী সাংস্কৃতিক প্রতিভাকে উপেক্ষা করে বিদেশি তারকা আনা হয়েছে, যা স্থানীয় শিল্পীদের প্রতি অসম্মান প্রদর্শন করছে। বিক্ষোভকারীরা আরও বলেন, এক বাংলাদেশি নাগরিককে দুর্গাপুরের কার্নিভ্যালে আমন্ত্রণ জানানো দায়িত্বজ্ঞানহীন প্রশ্নযুক্ত সিদ্ধান্ত। এমন উদ্যোগ দেশের সাংস্কৃতিক স্বাতন্ত্রকে হানি করছে।

Related Posts