আবার গান গাইবেন সালমান খান

আবারও কণ্ঠে গান তুলে নিচ্ছেন বলিউড তারকা সালমান খান।ব্যাটল অব গালওয়ানছবির শুটিং শেষ করেই তিনি রেকর্ড করবেন একদম নতুন একটি একক গান। প্রযোজক অংশুল গার্গ নিশ্চিত করেছেন খবরটি। সম্প্রতি ডিজাইনার বিক্রম ফাডনিসের ৩৫ বছর পূর্তি ফ্যাশন শোতে কালো শেরওয়ানিতে ্যাম্পে হাঁটেন সালমান। এরপরই আসে তার সংগীতজগতে ফেরার খবরটি।মিড ডে’—এর প্রতিবেদন অনুযায়ী, সালমান খানব্যাটল অব গালওয়ানছবির কাজ শেষ করেই স্টুডিওতে ফিরবেন। এটি হবে তার নতুন একক গান। সর্বশেষ তিনিকিসি কা ভাই কিসি কি জানছবিতেজি রহে দে হমশিরোনামে গানে কণ্ঠ দিয়েছিলেন। প্রযোজক অংশুল বলেন, ‌‘অনেকদিন ধরেই সালমান ভাইয়ের সঙ্গে একটি গান নিয়ে কথা চলছে। তবে এখন তিনি বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত। আমি কয়েকটি গান বানিয়েছি যেগুলো তিনি পছন্দ করেছেন। যখনই তিনি কোনো একটি বেছে নেবেন রেকর্ড করতে প্রস্তুত হবেন, তখনই আমাকে ডাকবেন।’ 

সালমান খানের কণ্ঠেচাঁদী কি ডাল পর’, ‘হ্যাংওভার’, ‘ম্যায় হুঁ হিরো তেরাসহ বেশ কিছু গান দর্শকের মনে দাগ কেটেছে। গান গাওয়া তার কাছে শুধু শখ নয়, একধরনের ভালোবাসা। করোনাকালে নিজস্ব ইউটিউব চ্যানেলে কয়েকটি একক গানও প্রকাশ করেছিলেন তিনি। সেগুলো ভক্তদের বেশ পছন্দ হয়।

অন্য দিকে, সালমান খান সংগীতশিল্পী অরিজিৎ সিংয়ের সঙ্গে দীর্ঘ বছর মুখ দেখাদেখি বন্ধ ছিল। এই বিরোধের অবসান ঘটে দুই বছর আগে (২০২৩ সালে) যদিও বিষয়টি নিয়ে কখনো কথা বলতে দেখা যায়নি সালমান খানকে। এবার সালমান খান বিরোধ অবসানের কথা জানিয়ে নিজের ভুল স্বীকার করলেন। বিতর্কিত টিভি রিয়েলিটি শোবিগ বস বরাবরের মতো শোয়ের উনিশতম আসরও সঞ্চালনা করছেন সালমান খান। এতে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন গায়ক অরিজিৎ সিং। সেখানে প্রসঙ্গটি তুলেন আরেক অতিথি কমেডিয়ান রবি গুপ্তা। পরিস্থিতিতে সালমান খান বলেন, অরিজিৎ আর আমি ভালো বন্ধু। ওটা একটা ভুল বোঝাবুঝি ছিল। আর সেটা আমার দিক থেকেই হয়েছিল। এরপর আমার জন্য গানও গেয়েছে।টাইগার থ্রিসিনেমার জন্য গেয়েছে, এখনব্যাটল অব গালওয়ানসিনেমার জন্য গান করছে অরিজিৎ। 

২০১৪ সালে একটি অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে সালমানের সঙ্গে অরিজিতের ঝামেলার সূত্রপাত। অনুষ্ঠানটি সালমানের সঙ্গে সঞ্চালনা করছিলেন রীতেশ দেশমুখ। অরিজিতের ক্যারিয়ার তখন গোড়ার দিকে। একটি গানের সম্পাদনার কাজ নিয়ে কলকাতায় ব্যস্ত ছিলেন তিনি। টানা ১২১৩ ঘণ্টা কাজের পর মুম্বাই উড়ে যান অরিজিৎ। হোটেলে না গিয়েই সোজা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পৌঁছান। 

পুরস্কার নিতে অরিজিৎ যখন মঞ্চে যান, তখন তার পায়ে ছিল চপ্পল, পরনে ছিল ক্যাজুয়াল শার্ট। ঘুম চোখে মঞ্চে উঠার পর সালমান স্বভাবসিদ্ধ ভঙ্গিতে প্রশ্ন করেন, “ঘুমিয়ে গিয়েছিলে?” জবাবে অরিজিত মজা করে বলে বসেন, “কী করব, আপনারা ঘুম পাড়িয়ে দিলেন।অরিজিতের জবাব সহজভাবে নেননি সালমান। বরং তার মনে হয়েছিল অরিজিৎ তার সঞ্চালনা নিয়ে বাঁকা জবাব দিয়েছেন। আর তাতেই অসম্মানিত বোধ করেছিলেনদাবাংখ্যাত সালমান।

Related Posts