জোহরানের পক্ষে ক্যাম্পেইন করতে কুইন্সে আসছেন বার্নি স্যান্ডার্স

বাঙালী প্রতিবেদনঃ নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচন বছর আলোচনার তুঙ্গে। সাধারণত মেয়র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হয় দুই দলের দুই প্রার্থীর। কিন্তু এবছরের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে দুই ডেমোক্রেটিক প্রার্থীর মধ্যে। তবে দুইজন ডেমোক্রেট হলেও জোহরান মামদানি সোশালিস্ট ডেমোক্রেট আর এ্যান্ড্রু কোমো ইনডিপেনডেন্ট প্রার্থী। প্রকৃতপক্ষে তিনিও ডেমোক্রেট বংশ পরম্পরায়। তাছাড়া জোহরান মামদানি ফাস্টর্ জেনারেশন ইমিগ্রান্ট এবং মুসলিম।

সিনেটর বার্নি স্যান্ডার্স সোশালিস্ট ডেমোক্রেটিক পার্টির প্রবক্তা। সিনেটে তিনি ডেমোক্রেটিক পার্টির দিকে ঝুঁকে থাকলেও, তিনি সোশালিস্ট ডেমোক্রেট এবং ইনডিপেনডেন্ট। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতা দিতে গিয়ে এদেশের দরিদ্র স্বল্প আয়ের মানুষদের পক্ষের প্রার্থী হিসাবে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধার কর্মসূচী জানালে আমেরিকার বিপুল সংখ্যক তরুণতরুণী তার ক্যাম্পেইনে সমবেত হয়। তিনি মনোনয়ন না পেলেও যে তরুণতরুণীরা তার রাজনৈতিক দর্শনে দীক্ষিত হয়, তাদের মধ্য থেকে দুইজন কংগ্রেস সদস্য নির্বাচিত হন। তারা হলেন নিউইয়র্ক থেকে আলেকজান্দ্রিয়া ওকাসিও কর্টেজ এবং মিনেসোটা থেকে ইলহান ওমর। এছাড়াও নিউইয়র্ক স্টেটে জোহরান মামদানি, নিউইয়র্ক সিটি কাউন্সিলে শাহানা হানিফ টিফানি কাবান নির্বাচিত হন।

মেয়র নির্বাচন আগামী নভেম্বর। এখন প্রচারণা পর্ব তুঙ্গে রয়েছে। জোহরান মামদানি এখনো জরিপে অনেকটা এগিয়ে আছেন এ্যান্ড্রু কোমোর চেয়ে। তার পক্ষে প্রচারণায় অংশ নিতে নিউইয়র্কে আসছেন সিনেটর বার্নি স্যান্ডার্স। বার্নি এবং এওসি জোহরানের সমর্থনে ্যালি করবেন ২৬ অক্টোবর রবিবার বিকেল ৫টায় কুইন্সের ফরেস্ট হিলস স্টেডিয়ামে বিকেল ৫টায়। তাদের ্যালির শ্লোগান ‘New York is Not for Sale’.

Related Posts