ইউএস সিটিজেনদেরও আটক করা হচ্ছে

বাঙালী প্রতিবেদনঃ আমেরিকার ইমিগ্রেশন এজেন্টরা সিটিজেনদেরও আটক করছে। বৃহস্পতিবার প্রোপাবলিকা খবর দিয়েছে তারা প্রমাণ পেয়েছে কমপক্ষে ১৭০ জন ইউএস সিটিজেনকে আটক করেছে। শুধু তাই নয়, তাদের নাকি মেরে, ছেঁচড়ে নিয়ে গিয়ে ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে। প্রোপাবলিকা বলছে, সুপ্রিম কোর্ট সম্প্রতি লসএঞ্জেলেস এলাকায় ইমিগ্রেশন এজেন্টদের অনুমোদন দেয় ইমিগ্রান্টদের আটক করার। সে সময় সুপ্রিম কোর্টের জাস্টিস ব্রেট ক্যাভানাহ সেখানে স্পষ্ট ভাষায় উল্লেখ করেন ইউএস সিটিজেনরা এর অন্তভুর্ক্ত নয়। তিনি আরো লেখেন, যদি কোনো ইউএস সিটিজেনকে তারা রাস্তায় থামায়, এমন কি এদেশে বৈধভাবে আছে এমন কাউকে, তাহলে জানামাত্র তাদের ছেড়ে দেবে।
কিন্তু বাস্তবতা থেকে এই নির্দেশনা বহু দূরে অবস্থান করছে বলে উল্লেখ করেছে প্রোপাবলিকা।
গত ২৯ সেপ্টেম্বর নিউইয়র্ক টাইমস লিখেছে, অনেক ইউএস সিটিজেন, যাদের মধ্যে বেশির ভাগই ল্যাটিনো পুরুষ, তাদেরকে রাস্তায় থামিয়ে আইন প্রয়োগকারীর লোকজন কাস্টডিতে নিয়ে যাচ্ছে। এই ব্যক্তিরা বারবার তারা ইউএস সিটিজেন বলা সত্ত্বেও তাদের কথাকে পাত্তাই দিচ্ছে না। এইরকম আটক করা কয়েকজন ব্যক্তির এটর্নিদের সাথে কথা বলে এই তথ্য নিশ্চিত করেছে নিউইয়র্ক টাইমস। টাইমস বলছে, কোনো কোনো আটক সিটিজেনকে হ্যান্ডকাফ পরানো হয়েছে, এবং বন্দি রাখা হয়েছে। কয়েকজনকে তাদের এটর্নির সাথেও দেখা করতে দেয়া হয়নি। নিউইয়র্ক টাইমস অবশ্য লিখেছে, এ পর্যন্ত কতজন সিটিজেনকে আটক করা হয়েছে তার সঠিক তথ্য পাওয়া যায়নি। ননপ্রফিট প্রোপাবলিকা বৃহস্পতিবার জানিয়েছে, তাদের জানামতে কমপক্ষে ১৭০ জনকে আটক করা হয়েছে। নিউইয়র্ক টাইমস জানতে চাইলে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি তাদের এই এ্যাকশনের পক্ষাবলম্বন করে জানিয়েছে তারা যাদের আটক করেছে, তারা ‘হাইলি টার্গেটেড’।
নিউইয়র্ক টাইমস বলছে, এই সামারে আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন ফেডারেল সরকারের বিরুদ্ধে এই অভিযোগে মামলা দায়ের করে যে তাদের এজেন্টরা এদেশের সিটিজেনদের আটক করছে ‘ফোর্থ এ্যামেন্ডমেন্ট’ লংঘন করে। এই সংশোধনীতে বলা হয়েছে, কাউকে যুক্তি ও কারণহীন সার্চ ও আটক করা যাবে না।
প্রোপাবলিকা বলছে, যেসব সিটিজেনকে গ্রেফতার করা হয়েছে, তার মধ্যে ২০টি শিশু রয়েছে। এর মধ্যে ২ জন ক্যান্সারে আক্রান্ত। চারজনকে পাওয়া গেছে তাদের মা আনডকুমেন্টেড।
প্রোপালিকা জানিয়েছে, ইমিগ্রেশন এজেন্টরা একজন সিটিজেনকে এ্যারেস্ট করতে পারে যদি কেউ তাদের আক্রমণ করে।