টি/২০ বিশ্বকাপের চূড়ান্ত ২০ দল

স্পোর্টস প্রতিবেদনঃ সর্বশেষ দল হিসেবে ২০২৬ টিটোয়েন্টি বিশ্বকাপের টিকিট কেটেছে সংযুক্ত আরব আমিরাত। আজ এশিয়াপ্যাসিফিক অঞ্চলের বাছাইয়ে জাপানকে উইকেটে হারিয়ে আমিরাত বিশ্বকাপে খেলা নিশ্চিত করে। নিয়ে দশম টিটোয়েন্টি বিশ্বকাপের ২০টি দলই চূড়ান্ত হয়ে গেল।

আগামী বছরের ফেব্রুয়ারিমার্চে যৌথভাবে ভারত শ্রীলঙ্কায় হবে টিটোয়েন্টি বিশ্বকাপ।

ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত সুপার সিক্সের ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নেমে জাপান উইকেটে ১১৬ রান করে। রান তাড়া করতে নেমে ১২. ওভারে উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় আরব আমিরাত।

এই জয়ে এশিয়াপ্যাসিফিক অঞ্চল বাছাইয়ের সুপার সিক্সে পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে উঠে এসেছে আমিরাত। শীর্ষে থাকা নেপাল তিনে থাকা ওমানের পয়েন্টও করে। বাকি তিন দল কাতার, জাপান সামোয়ার ম্যাচ বাকি থাকলেও কারও পয়েন্ট এর বেশি হওয়া সম্ভব নয় বলে শীর্ষ তিন দল নিশ্চিত হয়ে গেছে আজই।

২০২৬ বিশ্বকাপে স্বাগতিক হিসেবে আগেই অংশগ্রহণ নিশ্চিত হয়েছিল ভারত শ্রীলঙ্কার। এরপর ২০২৪ আসরের শীর্ষ দল (ভারত শ্রীলঙ্কা বাদে) হিসেবে জায়গা করেছে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র ওয়েস্ট ইন্ডিজ। ছাড়া নির্দিষ্ট সময়ের মধ্যে ্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় জায়গা করেছে আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড পাকিস্তান।

বাকি আটটি জায়গা নির্ধারণের জন্য বিভিন্ন অঞ্চলে বাছাই টুর্নামেন্ট হয়েছে। আমেরিকা অঞ্চল থেকে কানাডা, ইউরোপ থেকে ইতালি নেদারল্যান্ডস এবং আফ্রিকা থেকে নামিবিয়া জিম্বাবুয়ে বাছাইপর্ব টপকে বিশ্বকাপের চূড়ান্ত পর্বের টিকিট কেটেছে। বাকি থাকা এশিয়াপ্যাসিফিক অঞ্চল থেকে নেপাল ওমানের পর আজ জায়গা করে নিয়েছে আমিরাত।

২০২৬ টিটোয়েন্টি বিশ্বকাপের ২০ দল

স্বাগতিক হিসেবে: ভারত শ্রীলঙ্কা।

২০২৪ আসরের পারফরম্যান্সের ভিত্তিতে: বাংলাদেশ, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ,

্যাঙ্কিংয়ের ভিত্তিতে: আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড পাকিস্তান।

বাছাইপর্ব খেলে: কানাডা (আমেরিকা অঞ্চল থেকে), ইতালি, নেদারল্যান্ডস (ইউরোপ থেকে), নামিবিয়া, জিম্বাবুয়ে (আফ্রিকা থেকে), নেপাল, ওমান, সংযুক্ত আরব আমিরাত (এশিয়াপ্যাসিফিক অঞ্চল থেকে)

Related Posts