নিউইয়র্ক থেকে NID পাওয়ার নিয়ম

বিশেষ প্রতিবেদনঃ নিউইয়র্কস্থ কন্সু্যলেট জেনারেলে এনআইডি নিবন্ধনের ঘোষণার খবর প্রকাশিত হলে, অনেক পাঠক সাপ্তাহিক বাঙালীতে ফোন করে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানতে আগ্রহ প্রকাশ করেন। তারই প্রেক্ষিতে কন্সু্যলেটের ফেসবুক পেজ থেকে পাওয়া এনআইডি নিবন্ধন সংক্রান্ত তথ্য এখানে দেয়া হলোঃ
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) আবেদনপ্রক্রিয়া ধাপসমূহঃ
১। জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রাপ্তির জন্য প্রথমে (https://services.nidw.gov.bd/nid-pub/citizen-home/apply)— এই ওয়েবসাইটে আবেদন করতে হবে।
২। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার পর আবেদনপত্রে নির্ধারিত তারিখে নিম্নবর্ণিত ডকুমেন্টসসহ কন্সু্যলেটে আবেদনকারীকে স্শরীরে উপস্থিত হতে হবেঃ
ক) আবেদনপত্রের প্রিন্টেড কপি,
খ) আবেদনকারীর ১ কপি পাসপোর্ট সাইজের ফটো,
গ) আবেদনকারীর অনলাইনে যাচাইযোগ্য বাংলাদেশী জন্ম নিবন্ধন সনদ (১৭ ডিজিট)
ঘ) আবেদনকারীর মেয়াদসম্বলিত বাংলাদেশী পাসপোর্টের ফটোকপি
অথবা
আবেদনকারীর মেয়াদোত্তীর্ণ বাংলাদেশী পাসপোর্টের ফটোকপি
অথবা
মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী তিনজন বাংলাদেশী জাতীয় পরিচয়পত্র (এনআইডি)—ধারী ব্যক্তি কর্তৃক আবেদনকারীর বাংলাদেশী নাগরিক মর্মে নির্ধারিত ফরমে প্রদত্ত প্রত্যয়নপত্র,
অথবা
মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশী বংশোদ্ভূত আবেদনকারীকে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত বাংলাদেশী দূতাবাস বা বাংলাদেশী কন্সু্যলেট কর্তৃক ইস্যকৃত অনলাইনে যাচাইযোগ্য বাংলাদেশী জন্ম নিবন্ধন সনদ (১৭ ডিজিট)
অন্যান্য শর্তাবলিঃ
ক্স ০১ অক্টোবর ২০১০ তারিখের পূর্বে জন্মগ্রহণকারী বাংলাদেশী অথবা মার্কিন পাসপোর্টধারী বাংলাদেশী বংশোদ্ভূত ব্যক্তি আবেদন করতে পারবেন,
ক্স কন্সু্যলেটে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন বা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এর ছবি পরিবর্তন হবে না।
ক্স ইতোপূর্বে ভোটার হয়ে থাকলে নতুন নিবন্ধনের প্রয়োজন নাই।
ক্স জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবাটি বিনামূল্যে প্রদান করা হয়।
বাংলাদেশে উপজেলা নির্বাচন অফিস আবেদন যাচাইয়ের সময় আবেদনকারী কর্তৃক নির্ধারিত ব্যক্তির নিকট আবেদনকারীর বয়স, নাগরিকত্ব এবং ঠিকানার সঠিকতা যাচাইয়ের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস (জন্ম সনদ, পাসপোর্টের কপি, বাংলাদেশী ঠিকানার বিদ্যুৎ/পানি/গ্যাস বিলের কপি ও অন্যান্য) সংগ্রহে রাখার জন্য অনুরোধ করা হয়েছে।
প্রবাসী বাংলাদেশীদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র প্রণয়নের জন্য যে সকল দলিলাদি প্রয়োজন হবে, তা নিম্নরূপ
(১) অনলাইনে পূরণকৃত আবেদনপত্র ফরম—২(ক)*
(২) নির্বাচন কমিশন কতৃর্ক ‘বিশেষ এলাকা’ হিসেবে ঘোষিত চট্টগ্রাম বিভাগের ৫৬টি উপজেলা—থানা এর জন্য অতিরিক্ত তথ্য সম্বলিত ‘বিশেষ তথ্য ফরম’ (বিশেষ এলাকার ভোটারদের জন্য জারীকৃত পরিপত্রে উল্লিখিত ঈ ক্যাটাগরির আবেদনকারীদের জন্য)
(৩) মেয়াদ সম্বলিত বাংলাদেশী পাসপোর্টের কপি/মেয়াদোত্তীর্ণ বাংলাদেশী পাসপোর্টের কপি/বিদেশী পাসপোর্টের কপি/সংশ্লিষ্ট দেশে বসবাসকারী তিনজন বাংলাদেশী এনআইডিধারী ব্যক্তি কতৃর্ক বাংলাদেশী নাগরিক মর্মে (নির্ধারিত ফরমে) প্রত্যয়ণপত্র*
(৪) বাংলাদেশী জন্ম নিবন্ধন সনদের কপি (অনলাইন ভেরিফাইড)*
(৫) পাসপোর্ট সাইজের ১ কপি রঙিন ছবি*
(৬) আবেদনকারীর পিতা মাতার এনআইডির কপি/বাংলাদেশী অনলাইন জন্ম নিবন্ধন সনদের কপি/বাংলাদেশী মৃত্যু সনদের কপি (মৃত হলে)/পাসপোর্টের কপি/ওয়ারিশ সনদের কপি/বাংলাদেশের বাসিন্দা মর্মে নাগরিক সনদের কপি*/দ্বৈত নাগরিকত্ব সনদের কপি (প্রযোজ্য ক্ষেত্রে)
(৭) শিক্ষা সনদের কপি (SSC/Equivalent Certificate/JSC/PEC সনদ) (প্রযোজ্য ক্ষেত্রে)
(৮) ড্রাইভিং লাইসেন্স/ টি.আই.এন (প্রযোজ্য ক্ষেত্রে)
(৯) নিকাহনামা (Marriage Certificate) এবং স্বামী/স্ত্রীর NID (প্রযোজ্য ক্ষেত্রে)
(১০) আবেদনকারীর নাগরিকত্ব সনদ (কাউন্সিলর, চেয়ারম্যান/মেয়র/সিইও/প্রশাসক কতৃর্ক) (প্রযোজ্য ক্ষেত্রে)
(১১) সংশ্লিষ্ট ঠিকানা সম্বলিত ইউটিলিটি বিলের কপি/হোল্ডিং ট্যাক্স রশিদ (প্রযোজ্য ক্ষেত্রে)
উল্লেখ্য যে, তারকা (*) চিহ্নিত দলিলাদি অবশ্যই নিবন্ধন কেন্দ্রে জমা প্রদান করতে হবে। প্রয়োজনীয় অন্যান্য দলিলাদিও নিবন্ধন কেন্দ্রে জমা দেয়া যাবে। সম্ভব না হলে, আবেদনকারীর পক্ষে বাংলাদেশে অবস্থানরত প্রতিনিধির মাধ্যমে উক্ত দলিলাদি তদন্তকারী কর্মকর্তা তথা রেজিস্ট্রেশন অফিসার (সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসার) এর নিকট প্রদান করতে হবে।
এছাড়া প্রবাসীদের জন্য নির্ধারিত ‘ফরম—২ক’ এ প্রদত্ত তথ্যাদির ভিত্তিতে সংশ্লিষ্ট ভোটার এলাকার উপজেলা/থানা নির্বাচন অফিসার কতৃর্ক সরেজমিন তদন্ত প্রতিবেদন আবশ্যক হবে।