নিউইয়র্কে হিস্টরিকেল মিউজিয়মে চলছে অন্যরকম প্রদর্শনী ‘দ্য নিউইয়র্ক শাড়ি’

বাঙালী প্রতিবেদনঃ নিউইয়র্ক হিস্টরিকেল একটি বিখ্যাত মিউজিয়ম। ম্যানহ্যাটানের সেন্ট্রাল পার্কে নর্থ—ইস্ট কর্ণারের অবস্থিত এই মিউজিয়মে রয়েছে এই সিটির জীবন্ত ইতিহাস। বছরব্যাপি সেখানে চলে নানা ধরনের প্রদর্শনী। বর্তমানে যে প্রদর্শনী চলছে তার শিরোনাম ‘দ্য নিউইয়র্ক শাড়ি’ (The New York Sari)। গত ১২ সেপ্টেম্বর শুরু হয়েছে। চলবে ২৬ এপ্রিল পর্যন্ত।
নিউইয়র্ক হিস্টরিকেল সোসাইটি জানাচ্ছে, নিউইয়র্ক সিটির সংস্কৃতিতে শাড়ি যে গভীর প্রভাব বিস্তার করছে তাই তুলে ধরা হয়েছে এই প্রদর্শনীতে। তারা বলছে, নিউইয়র্ক সিটির সংস্কৃতিতে শাড়ি অপরিহার্য অংশ হয়ে উঠেছে। যারা শাড়ি পরিধান করেন সুচারু ঐহিত্য লালন করে এবং যারা এই শাড়ি তৈরি করেন তাদের যৌথ প্রকাশে এর শিল্প বাঙ্ময় হয়ে ওঠে। এই প্রদর্শনী তুলে ধরেছে যারা শাড়ি পরেন তাদের নিজস্ব সত্ত্বা ও সংস্কৃতির মেলবন্ধনের গল্প। সময়ের সেতু পেরিয়ে তারা কিভাবে এই ঐতিহ্যকে বহন করে চলেছেন সে কথাও।
এই প্রদর্শনীতে নিউইয়র্ক সিটিতে দক্ষিণ এশীয় বংশোদ্ভুতদের বসতি স্থাপন থেকে শুরু করে এ পর্যন্ত শাড়ি যে এই সিটির সংস্কৃতির অপরিহার্য অংশ হিসাবে সংযুক্ত করে ফেলেছে, সেই ইতিহাসও সংরক্ষিত হয়েছে। নিউইয়র্ক সিটির কালচারাল ইনক্লুশনের অন্যতম অনুষঙ্গ এই শাড়িÑ সেভাবেই তুলে ধরা হয়েছে।
‘দ্য নিউইয়র্ক শাড়ি’ প্রদর্শনীটি কিউরেটিং করেছেন মেলন ফাউন্ডেশনের পোস্ট ডক্টরাল ফেলো (উইমেন্স হিস্টরি এন্ড পাবলিক হিস্টরি) স্যালোনি ভমন এবং সেন্টার ফর উইমেন্স হিস্টরির ডিরেক্টর এ্যানা ড্যানজিগার হ্যালপেরিন। এই প্রদর্শনী আয়োজিত হচ্ছে নিউইয়র্ক সিটি কাউন্সিলসদস্য শেকার কৃষ্ণান, নিউইয়র্ক সিটির ডিপার্টমেন্ট অব কালচারাল সোসাইটি, ও নিউইয়র্ক স্টেট অব অপারটুইনিটির কাউন্সিল অন দ্য আর্টস’এর সহায়তায়।