নভেম্বর থেকে নিউইয়র্কে স্নাপ বেনিফিট হারাবে ২৪০,০০০ গ্রহিতা

বাঙালী প্রতিবেদনঃ আগামী মাসের শুরু থেকেই নতুন আইন চালু হবে। অর্থাৎ যারা স্নাপ বা ফুডস্ট্যাম্প বেনিফিট পায় তাদের পূর্বশর্ত কাজ করতে হবেÑ পূরণ করতে না পারলে এই বেনিফিট পাওয়া বন্ধ হয়ে যাবে। প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন এই নতুন আইনের কথা আগেই ঘোষণা করেছিল। তা বাস্তবায়ন শুরু হবে নভেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে। উল্লেখ্য স্নাপ বেনিফিট একটি ফেডারেল কর্মসূচী দেশের দরিদ্র মানুষদের জন্য। স্টেটগুলো এই বেনিফিট প্রদান করে। আমেরিকায় যখন গ্রোসারি পণ্য খাদ্যদ্রব্যের দাম উর্ধমুখী তখন এই নতুন আইন কার্যকর হলে আমেরিকার লক্ষ লক্ষ দরিদ্র মানুষ খাদ্যের অভাবে পড়বে বলে আশংকা প্রকাশ করেছে বিভিন্ন এডভোকেসি গ্রুপ।

নিউইয়র্ক সিটির ডিপার্টমেন্ট অব সোশাল সার্ভিসেসের কমিশনার মলি ওয়াসো পার্ক বলেন, স্নাপ বেনিফিট গ্রহণকারীদের জন্য কাজের আবশ্যিক শর্ত দরিদ্র মানুষদের বিপাকে ফেলবে। তবু তিনি স্টেটের স্নাপ বেনিফিট বিষয়ক তথ্য এর গ্রহিতাদের জানিয়ে দেয়ার উদ্যোগ নিয়েছেন যাতে তারা নিজ নিজ উদ্যোগে উক্ত শর্ত পূরণ করে।

কমিশনার পার্ক বলেন, শুধু কাজ করলেই হবে না। উক্ত কাজ ফেডারেল সরকারের দেয়া গাইডলাইন অনুযায়ী হতে হবে।

ডেইলি নিউজ বলছে, স্নাপ বেনিফিট গ্রহণকারীদের মাসে ৮০ ঘন্টা কাজ করতে হবে। কাজ ছাড়াও তারা ভলান্টিয়ারিং করতে পারে। তবে সবই প্রমাণ করতে হবে। যদি কাজ না করে তাহলে তিন বছরে কেবল তিন মাসের জন্য স্নাপ বেনিফিট দেয়া হবে।

ডেইলি নিউজ বলছে, নিউইয়র্ক সিটিতে ১৮ লক্ষ মানুষ স্নাপ বেনিফিট পায়। এর মধ্যে ৫০০,০০০ শিশু রয়েছে। নিউইয়র্ক সিটির সোশাল সার্ভিসেস ডিপার্টমেন্টের হিসাব অনুযায়ী নতুন চাকরি করার পূর্বশর্ত আইনে ২৪০,০০০ মানুষ স্নাপ বেনিফিট হারাবে।

Related Posts