নজরুল একাডেমি ইউএসএ’র যুগপূর্তি অনুষ্ঠান

নিউইয়র্কঃ নজরুল একাডেমি অব ইউএসএএর যুগপূর্তি নজরুল জয়ন্তী ২০২৫ উপলক্ষে এক সাংস্কৃতিক সন্ধ্যা, যার শিরোনাম ছিলঅবিস্মরণীয় নজরুলঅনুষ্ঠিত হয় গত শনিবার, ১১ অক্টোবর উডসাইডের কুইন্স প্যালেসে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগীত, সাহিত্য সংস্কৃতিপ্রেমী দর্শকশ্রোতাবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডানা ইসলাম নিশাত খাজা। নজরুল একাডেমির সাধারণ সম্পাদক শাহ আলম দুলালের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে পর্বটির সূচনা হয়।

নজরুল একাডেমির নিজস্ব শিল্পীদের পরিবেশনায়, সংগীত শিক্ষক লিমন চৌধুরীর পরিচালনায়যাত্রীরা হুঁশিয়ারসমবেত সংগীত পরিবেশিত হয়।

একাডেমির যুগপূর্তিকে কেন্দ্র করে স্মৃতিচারণমূলক পর্বফিরে দেখা’—তে অংশ নেন অধ্যক্ষ আজিজুল হক, শিরিন আহমেদ, তাসের মাহমুদ শাহ আলম দুলাল। সঞ্চালনা করেন মোহাম্মদ মালেক।

আবৃত্তি পর্বে অংশগ্রহণ করেন ফারুক আজম, নাহরীন ইসলাম, জান্নাত সুলতানা কবির কিরণ।সমবেত নারী কণ্ঠপরিবেশনায়জাগো নারী জাগো বহ্নিশিখাগানটি পরিবেশন করেন ফারহানা তুলী চন্দ্রা রায়।

রাজিয়া নাজমীর সঞ্চালনায় সম্পূর্ণ নারী মঞ্চের বিশেষ পর্বপ্রেমদ্রোহে নজরুল নারী’—তে অংশ নেন মনিজা রহমান নীলা সাক্সেনা। নারী কবিতার আবৃত্তি করেন ডাঃ রুমানা সবুর।

সময় একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি মনজুর আহমেদ প্রতিষ্ঠাতা উপদেষ্টা মুত্তালিব বিশ্বাসকে বিশেষ ফুলেল শুভেচ্ছা জানান শাহ আলম দুলাল, ডানা ইসলাম, রোকশান আরা মোহাম্মদ কিউ জামান।

রেহানা মতলুবের হাওয়াইয়ান গিটারে নজরুল সংগীত পরিবেশনা শ্রোতাদের মুগ্ধ করে। পরবর্তীতে নীলা ডান্স একাডেমি নজরুল সংগীতের তালে নৃত্য পরিবেশন করে।

নবীন কণ্ঠপর্বে আজকের তরুণ প্রজন্মের শিল্পীরাহিয়া, কামিল, আলভীন নিসা নজরুল সংগীত পরিবেশন করে দর্শকদের প্রশংসা অর্জন করে। একক নৃত্য পরিবেশন করেন নীলা জেরীন।

অনুষ্ঠানের শেষ পর্বসংগীতে সংগীতে নজরুল সন্ধ্যা’—তে অংশ নেন ফারহানা তুলি, লিমন চৌধুরী, শাহনাজ রহমান সুমি, চন্দ্রা রায় চন্দন চৌধুরী।

নজরুল একাডেমির সভাপতি মোহাম্মদ কিউ জামানের ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। সংবাদ বিজ্ঞপ্তির।

Related Posts