নিউইয়র্কসহ ২৪ শহরে মুক্তি পেল বায়োস্কোপের ৫২তম ছবি ‘নীলচক্র’

বাঙালী প্রতিবেদনঃ বায়োস্কোপ ফিল্মস ইউএসএ গতকাল শুক্রবার নিউইয়র্কসহ আমেরিকার বাংলাদেশী অধ্যুষিত অন্যান্য সিটিতে মুক্তি দিল নতুন ছবি নীলচক্র। মিঠু খান পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন আরেফিন শুভ এবং মন্দিরা চক্রবতীর্। এর প্রযোজক ফিল্মফায়োস প্রোডাকশন। নিউইয়র্কের কুইন্সে কিউগার্ডেন সিনেমায় ১৭ অক্টোবর থেকে চলবে একটানা প্রতিদিন ২৩ অক্টোবর বৃহস্পতিবার পর্যন্ত। আজ শনিবার হবে দুটি প্রদর্শনী বেলা ৩টা ও রাত ৮টায়। রবিবার বেলা ১টা ও রাত ৭:৪০ মিনিটে, সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন বিকেল ৫টা ও রাত ৭:৪০ মিনিটে দুটি করে শো।
নিউইয়র্ক ছাড়াও একই সাথে মুক্তি পাচ্ছে লস এঞ্জেলেস, ডালাস, আটলান্টা, সান ডিয়াগো, অরল্যান্ডোসহ মোট ২৪টি শহরে।
বায়োস্কোপ ফিল্মস ইউএসএ’র সিইও রাজ হামিদ ও সিওও নওশাবা রুবনা সাপ্তাহিক বাঙালীকে জানান, এটা আমেরিকা ও ক্যানাডায় তাদের ৫২তম মুভি পরিবেশনা। এরপর মুক্তি পাবে মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস অবলম্বনে সুমন মুখোপাধ্যায় নির্মিত সাড়া জাগানো চলচ্চিত্র পুতুল নাচের ইতিকথা।